সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফ প্রিমিয়ার লীগ (টিপিএল) এর দ্বিতীয় দিনের খেলায় কিংস অব শিলবুনিয়াপাড়া ও মৌলভিবাজার ক্রিকেট একাদশ জয়ী হয়েছে। অলিয়াাবাদ ইয়ং জেনারেশনের আয়োজনে গতকাল ১৫ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় টেকনাফ প্রিমিয়ার লীগ (টিপিএল) এর দ্বিতীয় দিনের প্রথম খেলায় অংশ নেন কিংস অব শিলবুনিয়াপাড়া বনাম উপজেলা ক্রিকেট একাদশ। এতে কিংস অব শিলবুনিয়াপাড়া প্রথমে ব্যাটিংএ নেমে ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। এর বিপরীতে উপজেলা ক্রিকেট একাদশ ১৮৩ রান সংগ্রহের উদ্দেশ্যে মাঠে নেমে ১৫৯ রান নিয়ে ওভার শেষ করে। এতে কিংস অব শিলবুনিয়াপাড়া ২২ রানে জয়ী হয় এবং রশিদ ৫৫ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। এদিকে দুপুর ১.৩০ মিনিটের দ্বিতীয় খেলায় অলিয়াবাদ ক্রিকেট একাদশ বনাম মৌলভিবাজার ক্রিকেট একাদশ মাঠে নামে। এতে মৌলভিবাজার ক্রিকেট একাদশ প্রথমে ব্যাটিংএ নেমে ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের টার্গেট দেয়। এর বিপরীতে অলিয়াবাদ ক্রিকেট একাদশ ১৩৪ রান সংগ্রহের উদ্দেশ্যে মাঠে নেমে ১১৩ রান নিয়ে ওভার শেষ করে। এতে মৌলভিবাজার ক্রিকেট একাদশ ২০ রানে জয়ী হয় এবং নুরুল আবছার ৩১ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিতদের ট্রফি প্রদান করেন টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ ফরহাদুজ্জামান ও সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেন। টেকনাফ প্রিমিয়ার লীগের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে ওয়ান নিউজ ডট কম।
আজকের খেলা সকাল ৯ টা ৩০ মিনিটে ওপেন চ্যালেঞ্জ ক্রিকেট একাদশ বনাম আদর্শ জোনাকি ক্রিকেট একাদশ এবং ১ টা ৩০ মিনিটে কে কে পাড়া ক্রিকেশ একাদশ বনাম কুলালপাড়া ক্রিকেট একাদশ।