আবদুল গনিঃ শেকড়ের সন্ধানে প্রাণের উচ্ছাসে পূর্ণমিলন।
ঐতিহ্যবাহী টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০০৭ ব্যাচ এর পূর্ণমিলন ও পিকনিক পঞ্চম বারে মত সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে ২৯ শে জানুয়ারি শুক্রবার।
মনোরম প্রাকৃতিক পরিবেশ ও অপার সৌন্দর্যের লীলা ভূমি টেকনাফের সাগর জানালা লম্বরী বিচে বসেছিল এক মিলন মেলা। পৃথিবীর অসুখ করুনা ভাইরাসের বন্ধি সময় অতিক্রম করে প্রিয় স্কুল বন্ধুদের সাথে একত্রিত হওয়া সবার মাঝে উচ্ছ্বাসের বন্যা এনে দিয়েছে। ব্যক্তিগত জীবন যুদ্ধে যে যার কাজে ব্যাস্ত থাকায় অনেক দিন দেখা হয় না কারো সাথে আবার অনেকেই দূরে বা প্রবাসে থাকার কারণে কারো তেমন খোঁজ খবর নেয়া যায় না। বছরের একদিন একত্রিত হতে পেরে ফিরে পাওয়া যায় সেই আড্ডা আর দুষ্টুমি এ যেন কৈশোরের সেই স্কুল পিকনিক। দীর্ঘ ১৩ বছর হয়ে গেলো বন্ধন এখনো সেই আগের মতো আছে,, এখনো সবাই একত্রিত হলে দুরন্তপনার কমতি থাকে না কারো কাছে।
সকাল থেকে রান্নার কাজে ব্যাস্ত অনেকেই লবণ কম আর মরিচ বেশি নিয়ে দন্ধে মেতে আছে অনেকেই আবার কেউ নাস্তা কম, বেশি খাওয়া নিয়ে মাতামাতিতে ব্যস্ত আসলে কেউ কারো শত্রু নয় এখানে বন্ধুদের সাথে মধুর ঝগড়া করাও একধরনের সুখ থাকে।
দুপুরে গরিব অসহায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণে মাধ্যমে অনুষ্ঠান শুরু করে নিজেদেরও ভূরিভোজন শেষ করলাম।
তারপর সেই স্কুল জীবনের মধুর স্মৃতিচারণ কোন স্যার কি ভাবে বকা দিত আর কোন স্যার কি ভাবে মারতে সেই নিয়ে কত আড্ডা হাসাহাসি মাঝে মাঝে বন্ধুদের গান আর নৃত্যের অসীম আনন্দের ঢেউ ভাসিয়ে নিয়ে যায় ফেলে আসা অতিতের অনেকটা কাছাকাছি।বিকেলে প্রীতি ফুটবল ম্যাচে খেলার মাধ্যমে শেষ হলো সুখ-দুখের খবর নেয়া একদিনের এই মিলন মেলা।
Leave a Reply