সোমবার ০৭ নভেম্বর, ২০১৬ ৭:২৫ অপরাহ্ন
254 বার এই নিউজটি পড়া হয়েছে
মাদার তেরেসা পুরস্কারে ভূষিত হলেন টেকনাফ নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রূপন কান্তি বডুয়া। গত ৫ নভেম্বর ঢাকা পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হলে কাব্য কথা সাহিত্য পরিষদ ও জাতীয় সামাজিক সাংস্কৃতিক সং
সদ এর উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, কবি কাজী রোজী এমপি, বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত কবি আসলাম সানী, ২১শে পদকে ভূষিত জাতি সত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী সচিব আহমদ শামীম আল রাজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ বাবু রূপন কান্তি বডুয়া টেকনাফের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উখিয়া কুতুপালং এলাকার অধিবাসী বাবু রূপন কান্তি বডুয়া নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ৬ বৎসর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এ সম্মাননায় আবেগ প্রবন অনুভূতি জানিয়ে দীর্ঘায়ু শুভ কামনা করেছেন তাঁরই একান্ত ছাত্র এবং একই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক মাষ্টার সুপন পাল।
প্রয়োজনে: ০১৮২৪ ৮৫৫ ২৪৪: ০১৯৪৫ ৬৩ ২০ ৫৩: ০১৮১৮ ৯৯১ ৬৬৯###