টেকনাফে থেকে মিয়ানমারের ৬ রোহিঙ্গা নাগরিককে পুশব্যাক করেছে বিজিবি। ২২ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় জাদীমুরা সীমান্ত পয়েন্ট দিয়ে এদের পুশব্যাক করা হয়। দমদমিয়া বিওপির বিজিবি সুবেদার জজমিয়া জানিয়েছেন, বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে কক্সবাজারমূখী যাত্রীবাহী বাসে করে যাত্রাকালে দমদমিয়া বিজিবি চেকপোষ্টে সকাল ৮ টায় তল্লাশী চালিয়ে ৬ রোহিঙ্গাকে আটক করে। আটককৃতরা হচ্ছে, মংডু নাসাপ্রু এলাকার হাশিম (২৮), আবদুল গফুর (২৬), বুচিডং সিন্দিপ্রাং এলাকার সাইফুল্লাহ (২৫), সোলতান আহমদ (২৫), নয়াপাড়া এলাকার আমান উল্লাহ (২৪), সাদেক হোসেন (২৫)।
Leave a Reply