হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ= নাফ রেডিও
টেকনাফ থেকে প্রচারিত নাফ রেডিও ৯৯.২ এফএম এর প্রচারণা নিয়েও শ্রোতাগণ বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ষ্টেশন ম্যানেজার তা দ্রুত পরিবর্তন করবে বলে আশ্বাস দেন। ####
তিন পতাকা ঃ
ঘূনিঝড় সংকেতের নিয়ম অনুসারে ৪নং থেকে ৭নং পর্যন্ত বিপদ সংকেতের সময় পতাকা উড়ানোর নিয়ম হচ্ছে-২টি। কিন্তু টেকনাফের একাধিক স্থানে রেডক্রিসেন্টের সেচ্ছাসেবকগণ পতাকা উড়িয়েছেন ৩টি। এনিয়ে সবসাধারণ বিভ্রান্তির মধ্যে পড়েছেন।