হাফেজ মুহাম্মদ কাশেম,..টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকা থেকে অবৈধ ভাবে নৌপথে মালয়েশিয়া যাবার চেষ্টাকালে গতকাল ১৬ সেপ্টেম্বর ১৭ আদমকে আটক করেছে বিজিবি‘র জওয়ানরা। বিজিবি সূত্র জানিয়েছে- ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক রাত ১২ টার সময় শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া থেকে কাঠের বোটে উঠার সময় বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে- যশোরের শুক্কুর আলীর পুত্র মোঃ জসিম(২৪), মোঃ রবিউলের পুত্র মোঃ বাবুল(৩২), যশোর ঝিকরগাছা সন্তোষ গাজীর পুত্র আব্দুল জলিল(২৫), চুয়াডাঙ্গার আবুল কাশেমের পুত্র মোঃ রবিউল(২৮), টেকনাফ সদরের ডেইলপাড়ার আবুল হোছনের পুত্র মোঃ ফয়েজ(২৯), কক্সবাজার দক্ষিণ ডিককুল পাওয়ার হাউজ এলাকার ছালামাত উল্লাহর পুত্র নুরুল্লাহ(২১) ও নুর আহমদের পুত্র আব্দুল মজিদ(২৩), উখিয়া ফলিয়াপাড়ার নুর আহমদের পুত্র আব্দুল করিম(১৮), পিএমখালীর আমির হামজার পুত্র নুরুল আবছার(৩০) ও মুসলিমের পুত্র নুরুল আমিন(৩২), কক্সবাজার দক্ষিণ ডিককুল এলাকার আব্দুল মান্নানের পুত্র নুরুল আলম(২৮) ও মৃত আবুল হোছনের পুত্র মোঃ ইছমাইল(৩৩), জাফর আহমদের পুত্র রশিদ আহমদ(৩৫), আব্দুর রহমানের পুত্র আব্দু রহিম(২০), জিন্নাত আলীর পুত্র ছমি উ্দ্দীন(২৮), শাকের আহমদের পুত্র মোঃ ইয়াছিন(৩৮), হাটাজারী সন্দিপ পাড়ার নবী হোছনের পুত্র আব্দুল মজিদ(২৬)। আটককৃতরা মিডিয়াকর্মীদের জানায়- কয়েকদিন আগে টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া মৃত নজু মিয়ার পুত্র রহিম উল্লাহ, ছালামত উল্লাহর পুত্র আবুল কাশেম, মিস্ত্রি পাড়ার হাকিম আলীর পুত্র কলিম উল্লাহ, আহমদ হোছনের পুত্র মোঃ ছালাম ও মোঃ এনায়েত উল্লাহ নিরাপদে বড় ট্রলারে করে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে নগদ ১০ হাজার ও থাইল্যান্ড পৌঁছে বাকি ১ লক্ষ ৬০ হাজার টাকা দেওয়ার চুক্তিবদ্ধ হয়। ১৪ সেপ্টেম্বর রাত্রে ্উপজেলা সংলগ্ন হেচ্চারখাল থেকে তাদের বোটে তুলে শাহপরীরদ্বীপ নিয়ে যায়। শাহপরীরদ্বীপ জলিলের ভাড়া বাসায় আরও যাত্রী থাকায় ওদেরকে বোটে তোলার জন্য জালিয়া পাড়া ঘাটে পৌছলে তারা বিজিবির হাতে ধরা পড়ে। এব্যাপারে টেকনাফ থানায় ২ দালাল মৃত নজু মিয়ার পুত্র রহিম উল্লাহ(৪০), ছালামত উল্লাহর পুত্র আবুল কাশেম(৩০) এর বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। এব্যাপারে টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান- আটককৃতরা পরিস্থিতির শিকার। দালালের প্রলোভনে তারা আত্মঘাতি সিদ্ধান্ত নিয়েছে। আটককৃতদের টেকনাফ থানার মাধ্যমে স্ব-স্ব পরিবারের মাঝে হস্তান্তর করার ব্যবস্থা করা হচ্ছে। অপরদিকে টেকনাফ শাহপরীরদ্বীপ বিওপি বিজিবিরা অপর ৮ মিয়ানমার নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে।###############
Leave a Reply