টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাবার পথে চট্টগ্রাম রেলস্টেশন থেকে মঙ্গলবার রাতে পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তাদের কাছ থেকে দু`হাজার দু`শ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা বিশেষ কৌশলে রেক্টামের (পায়ূপথ) ভেতর ঢুকিয়ে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুলজ্যোতি চাকমা।
আটক ৫ ইয়াবা বিক্রেতা হলেন, শাহআলম, নূরুল আমিন, মো.ইলিয়াস, আজিজুল হক ও আব্দুল মালেক।
মুকুলজ্যোতি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে অভিযান চালানো হয়। এসময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
রাত ১১টার দিকে আটক ৫ জনকে নগরীর সদরঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের টয়লেটে নিয়ে গিয়ে পলিথিন মোড়ানো ইয়াবাগুলো বের করে আনা হয়।
আটক পাঁচজনের মধ্যে শাহআলম, নূরুল আমিন ও ইলিয়াসের কাছ থেকে ৫`শ করে দেড় হাজার এবং আজিজুল হক ও আব্দুল মালেকের কাছ থেকে সাড়ে তিন`শ করে সাত`শ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর ইয়াবা ব্যবসায়ীরা জানান, তারা ইয়াবাগুলো নিয়ে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকার বিমানবন্দর রেলস্টেশন এবং টঙ্গীতে সেগুলো ইয়াবা বিক্রেতাদের কাছে বিক্রি করার কথা ছিল।
মুকুলজ্যোতি `মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত অভিযানের মুখে ইয়াবা ব্যবসায়ীরা এখন কৌশল পাল্টে ফেলেছে। তারা এখন সরাসরি ইয়াবা বহনের চেয়ে রেক্টামের ভেতরে করে বিশেষ কৌশলে ইয়াবা নিয়ে যাওয়াকে নিরাপদ মনে করছে। আমরা তাদের এ কৌশল ধরে ফেলেছি।`
এর আগেও রেক্টামের ভেতরে করে ইয়াবা নিয়ে যাবার সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
মঙ্গলবার রাতে আটক পাঁচজনের বিরুদ্ধে নগরীর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে মুকুলজ্যোতি চাকমা জানান।
Leave a Reply