রাামুতে অভিযান চালিয়ে ৭শ পিচ ইয়াবা সহ ২ জন পেশাদার ইয়াবা পাচারকারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গতকাল সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে নজিবুল ইসলামের নেতৃত্বে এ.এস.আই আলমাছ সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামু-মরিচ্যা সড়কের খুনিয়া পালং ইউনিয়নের আফারেজু পাইন বাগান এলাকায় অভিযান চালিয়ে ২ জন পাচারকারীকে আটক ও ৭শ পিচ ইয়াবা উদ্ধার করেন। আটককৃতদের নাম সুলতান আহাম্মদ (৩২)। সে উত্তর চন্দনাইশ উত্তর হাশেপুর এলাকার দীন মোহাম্মদের পুত্র। আর এক জনের নাম আব্বাস উদ্দিন (৩২)। সে পটিয়া ইন্দ্রপুর এলাকার মৃত আব্দু রাজ্জাকের পুত্র। রামু থানার ওসি এ কে নজিবুল ইসলাম বলেন, ইয়াবার ট্রানজিট পয়েন্ট সীমান্ত এলাকা টেকনাফ থেকে পাচারকারীরা দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার কাজে লিপ্ত রয়েছে। ইয়াবা পাচারকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply