টেকনাফ প্রতিনিধি
টেকনাফ পৌরসভায় ভোটার ফরমের তীব্র সংকটে প্রাপ্ত বয়স্ক ভোটার যোগ্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের দ্বিগবিদিক ছুটোছুটি,বর্তমান ভোটার হালনাগাদের যখন নাম উঠাতে না পারার সঙ্খা, তথ্য অনুসন্ধানে জানা যায়,টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ডের ইসলামাবাদে তথ্যসংগ্রহকারী টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান কর্তৃক জনপ্রতি ১০০০হাজার দাবী করে। টেকনাফ পৌরসভায় হালনাগাদ ভোটার তালিকা অন্তর্ভূক্তির চূড়ান্ত পর্যায় শেষ হলে ফরম জমা রাখায় এখন ভোটার হতে ১০০০টাকা দাবী করছে। মুজিবুর রহমান বিরুদ্ধে প্রকাশ্যে দিবালোকে রোহিঙ্গা ভোটার গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি যাদের কাছ থেকে জনপ্রতি ১০০০টাকা দাবী করায় বর্তমানে তারা এখন ভোটার হতে পারেনি। এরা হচ্ছে, টেকনাফ দ্বীপ প্লাজাস্থ ইসলামাবাদ ৪নং ওয়ার্ডের মোঃ হোছনের স্ত্রী আনোয়ারা বেগম,ও মোঃ আব্বাসের স্ত্রী খুরশিদা বেগম,মোঃ হোছনের পুত্র মোঃ আয়ুব,অলি পুতুর পুত্র মোঃ হোছন প্রমূখ। বিষয়টি তদন্ত পূর্বক দ্রুত বিনীত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Leave a Reply