এস.এইচ. মুক্তা, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে দু’বউ এর রশি টানাটানিতে বলী হলেন স্বামী মোহাম্মদ হাশেম (৫৫)। তিনি ওই এলাকার মৃত সুলতান আহমদের পুত্র। টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়া এলাকায় ২০ মার্চ ভোরে এ ঘটনা ঘটে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে মোঃ হাসেমের সংসারে দু’স্ত্রী সারা খাতুন ও পরিজান খাতুনের মধ্যে বিরোধ চলে আসছিল। দু’স্ত্রীর রশি টানাটানির একপর্যায়ে স্বামী মোঃ হাসেম আলাদা ভাবে বসবাস করে আসছে। বুধবার ভোরে বাড়ির পাশ্বর্বতী একাশি বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে স্থানীয় লোকজন। পরে স্থানীয় ইউপি সদস্য ছাব্বির আহমদ থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশের এস.আই আনোয়ার ঘটনাস্থলে যান। এদিকে স্থানীয়রা পারিবারিক কলহের জের ধরে সে আত্বহত্যা করেছে ধারণা করছেন।
এ ব্যাপারে তদন্ত কর্মকতা এস.আই আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে গাছে জুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে সুরতহার তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।