হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ………সরকারী কাজ তদারকি করতে গিয়ে টেকনাফ উপজেলা প্রকৌশলী(এলজিইডি) এক ইউনিয়ন চেয়ারম্যান কত্তৃক নাজেহাল হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় ১ জুলাই লিখিত অভিযোগ দাখিল এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে কপি প্রেরণ করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে এবং জন সমক্ষে একজন জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান কত্তৃক জেলা পর্যায়ের এক পদস্থ কর্মকর্তার উপস্থিতিতে এধরণের ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ৩০ জুন বিকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। লিখিত অভিযোগ থেকে জানা যায়- টেকনাফ উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মো: আমান উল্লাহ এবং কক্সবাজার জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী সাম্প্রতিক অতি বর্ষনে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত টেকনাফ-শামলাপুর এলজিইডি সড়ক সরেজমিন পরিদর্শন করতে যান ৩০ জুন দুপুরে। তাছাড়া কর্মকর্তাগণ রাস্তা মেরামত কাজে নিয়োজিত এলসিএস মহিলা শ্রমিকদের সম্পাদিত কাজের তদারক করেন। বিধস্থ সড়ক কিভাবে মেরামত ও সংস্কার করা হবে তার নির্দেশনা প্রদান এবং পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে তাঁদের সাথে থাকার জন্য বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাও: হাবিবুল্লাহকে অনুরোধ করেন। এতে আগে থেকেই না জানায়ে এবং প্রোগ্রাম না দিয়ে এভাবে তাঁর এলাকায় আসায় উপস্থিত সকলের সামনে ইউপি চেয়ারম্যান মাও: হাবিবুল্লাহ কর্মকর্তাদের বকাবকি করেন। এবং এক পর্যায়ে অজ্ঞাতনামা আরও ৩/৪ জন লোক সঙ্গে নিয়ে মারধর করতে উদ্যত হন। পূর্বে জানা শোনা এবং পরিচয় জানা সত্ত্বেও একজন জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যানের এহেন আচরণে উপস্থিত সকলে হতবাক হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে কর্মকর্তাগণ গাড়ী নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে রক্ষা পান বলে জানা গেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাও: হাবিবুল্লাহ বলেন- উপজেলা প্রকৌশলী আমার সাথে লেভারের মত ব্যবহার করেছেন।#############
Leave a Reply