হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ ***
টেকনাফ উপজেলা কৃষি অফিসার অবশেষে গাড়ি পেয়েছেন। তবে এখনও চালক নিয়োগ দেওয়া হয়নি। টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃ আবদুল লতিফ ২৫ জুন জানান- “ উপজেলা প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের ” আওতায় সারাদেশের ৪৮৪ টি উপজেলার মধ্যে মাত্র ৪০টি উপজেলায় ডাবল কেবিন পিকআপ (মিটসুবিসি) বরাদ্দ দেওয়া হয়েছে। তম্মধ্যে টেকনাফ উপজেলায়ও এই নতুন গাড়ি পেয়েছে। জানা যায়- কক্সবাজার থেকে একজন ড্রাইভার নিয়ে গিয়ে ঢাকা থেকে এ গাড়ি চালিয়ে রাতে টেকনাফ পৌঁছে। অবহেলিত জনপদ টেকনাফে বরাদ্দ পাওয়া এ গাড়ি কৃষকদের তথা চাষাবাদের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহল মত প্রকাশ করেছেন। ##########