সাইফুল ইসলাম সাইফী টেকনাফ/টেকনাফ পৌরএলাকা কেকেপাড়া আয়েশা ছিদ্দীকা (রাঃ) বালিকা মাদরাসার ৭তম বার্ষিক সভা আগামী ২৮ ফেব্র“য়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। উক্ত মাদরাসার প্রধান বৈশিষ্ট্য ও আকর্ষণ হচ্ছে- সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদরাসা মাঠে মহিলা সমাবেশে মহিলা আলেমা বক্তাগণ তকরীর পেশ করবেন। উক্ত অনুষ্ঠান সফল ও সার্থক করে তুলতে মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারী সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম ও মাদরাসার পরিচালক (মুহতামিম) আলহাজ্ব হাফেজ মাওঃ এনায়তুর রহীম, কমিটির সকল সদস্য সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।#######