মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ ..মহাজোট সরকারের চার বছরের উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে টেকনাফে আসছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া ও গণপূর্ত মন্ত্রী আবদুল মান্নান খান। আজ শনিবার ভোরে তাঁরা কক্সবাজার থেকে সড়কপথে টেকনাফে আসার পথে উখিয়া ফায়ার সার্ভিস ষ্টেশন, টেকনাফের গোদার বিল ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ কাজের অগ্রগতি দেখে সরাসরি স্পীডবোটযোগে প্রবালদ্বীপ সেন্টমার্টিন যাবেন। সেখানে লাইট-হাউস নির্মাণ কাজের অগ্রগতি দেখে বিকালে কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করবেন।
News porey mone hossey montrie mahodoy SENT-MARTIN ISLAND a life a first time tour korte asesen.