টেকনাফে ৯ লক্ষাধিক টাকা পরিমানের বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে বিজিবি। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুদকৃত বিভিন্ন প্রকারের বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করে। এ সময় চার জন মজুদকারীদের আটক করা হয়। জানা যায়, ২২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে ৪২ ব্যাটালিয়নের বিজিবি সুবেদার হুমায়ুন রশিদের নেতৃত্বে টেকনাফ সদরের বড় হাবিব পাড়া গ্রামের অছিয়র রহমানের পুত্র জাফর আলমের বাড়ীতে অভিযান চালিয়ে আন্দামান গোল্ড ৩৬০ ক্যান, বিয়ার ৯৬ ক্যান, কান্ট্রি ড্রাইজিন ২০২ বোতল, মান্ডিলা বিয়ান ১৫৫ বোতল, হিরু হুইস্কি ২৪ বোতল, কান্ট্রি লুইস ২৪ লিটার মদ উদ্ধার করে। যার মুল্য ৯ লক্ষ ৭ হাজার টাকা। মাদক পাচারে জড়িত থাকায় সংশ্লিষ্ট ধৃত চার জন ও অপর এক জনকে পলাতক আসামী করে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করেছে বিজিবি। এরা হচ্ছে টেকনাফ সদরের বড় হাবিব পাড়ার অছিয়র রহমানের পুত্র জাফর আলম (৬০), মৃত হাবিবুর রহমানে শিশু পুত্র ফরিদ আলম (১২) ও মোঃ মাহফুজুর রহমান (১৮), হ্নীলা জাদীমুরা এলাকার সৈয়দ হোছনের পুত্র নুরুল মোস্তফা (১৮) এবং পলাতক আসামী নাজির পাড়া মৃত সোলতান আহমদরে পুত্র মোঃ ইসলাম(৬০)। টেকনাফ ৪২ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারীদের বিবুদ্ধে বিজিবি অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
Leave a Reply