রমজান উদ্দিন পটল টেকনাফের সাবরাং এলাকায় ৩লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার দায়ে থানায় অভিযোগ দায়ের করাহয়েছে।অভিযোগ সূত্রে জানাযায়- টেকনাফ সাবরাং কাটাবুনিয়া এলাকার মোঃ ইসমাইলের পুত্র মোঃ ইসলামের সাথে ও সাবরাংহারিয়া খালী এলাকার মৃত মকবুল আহমদ এর পুত্র মোঃ হাসান এবং কাটাবুনিয়ার আব্দু রশিদের পুত্র মৌঃ মনির আহমদ এর সাথে দীর্ঘ ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে মনির আহমদও মোঃ হাসান দীর্ঘ দিন ধরে মোঃ ইসমাইলকে জানে মেরে ফেলবে বলে হুমকি ধমকি দিয়ে আসে এবং গত ৫আগস্ট সন্ধ্যায় আনুমানিক ৭ ঘটিকার সময় মোঃ ইসলাম সাবরাং পুরাতন পাড়া গ্রামের ভিতর রাস্তা দিয়ে বাড়ীতে যাচ্ছিল এ সময় পূর্ব শত্র“তার জের ধরে মনির আহমদ ও মোঃ হাসানসহ ৬/৭ জন তাকে অর্তকিত ভাবে আক্রমন করে তার পেন্টের পকেটে থাকা ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এবং ভয় ভিতি প্রদর্শন করে জোর পূর্বক অলিখিত একটি ১৫০/- ষ্টাম্প নেয় বলে জানায়। এ ঘটনায় মোঃ ইসলাম টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ###########
Leave a Reply