হাফেজ মুহাম্মদ কাশেম…টেকনাফ ৪২বিজিবি জোয়ানেরা গতকাল ১৪ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ১১হাজার ৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে। তবে উক্ত ট্যাবলেটের প্রকৃত মালিক ও ইয়াবা চোরচালানের গডফাদারকে কৌশলে মামলায় জড়ানো হয়নি বলে অভিযোগ ওঠেছে। সদর বিওপির হাবিলদার জসীম উদ্দীন ,আরব আলী,লুৎফর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভী পাড়া সীমান্তের নাফ নদী থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছে, সদর ইউনিয়নের মৌলভী পাড়ার সৈয়দুল ইসলামের পুত্র মোঃ আব্দুল্লাহ(২৫),মৃত নুরুল ইসলামের পুত্র নুর হোসেন(২০) ও সোলতান আহম্মদের পুত্র আবুল হাশেম(২৬)। জব্দকৃত ইয়াবার মূল্য ৩৩ লক্ষ ৯০ হাজার ৫০০ টাকা। জানা যায়, বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে অভিযান চালিয়ে জেলেবেশী পাচারকারী নৌকার নোঙরের সাথে লুকানো ইয়াবার চালানটি জব্দ করে। এসময় পাচারকারীদের ব্যবহৃত নৌকা ও জাল জব্দ করা হয়। এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীরা যাতে সহজে আদালতে জামিন পায় এই আশায় ইয়াবা গডফাদার আবদুর রহমান ও একরামকে আড়াল করতে মৃত নুরুল ইসলামের পুত্র আবদুল গণি নামের এক ব্যক্তির নাম উল্লেখ করছে এবং তাকে পলাতক আসামী করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ও পাচারকারীদের টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে বিজিবি।
Leave a Reply