হাফেজ মুহাম্মদ কাশেম,…চাকুরীর প্রলোভন দিয়ে টেকনাফ থেকে নিয়ে যাওয়ার সময় বিজিবি জওয়ানরা ১ জন পাচারকারীসহ ২জন মিয়ানমার নাগরিক রোহিঙ্গা নারীকে আটক করেছে। ধৃত নারী পাচারকারী দালাল হচ্ছে- টেকনাফ পৌর এলাকা নাইট্যংপাড়া মোঃ আনোয়ারের পুত্র মোঃ জাবেদ(২৫)। বিজিবি সূত্র জানায়- মোটা অংকের বেতনে চাকুরী দেয়ার আশ্বাস দিয়ে দালাল জাবেদ রোহিঙ্গা নারী মংডু দরগাহছড়া মৃত ইউসুপ আলীর মেয়ে আনোয়ারা বেগম(১৭) ও মৃত হাবিব উল্লাহর মেয়ে সেতারা বেগম(১৬)কে ঢাকাগামী বাসে করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর রাতে টেকনাফ কক্সবাজার মহাসড়কে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিজিবি চেকপোস্টের জওয়ানরা তাদেরকে আটক করে। এব্যাপারে বিজিবি বাদী হয়ে মামলা রুজু ও আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।#############
Leave a Reply