টেকনাফ প্রতিনিধি
টেকনাফ সদর বিওপির বিজিবি সদস্য টইলকালে বরইতলী জইল্ল্যার দিয়া নামক স্থান দিয়ে মিয়ানমার থেকে নৌকা ভর্তি মদ আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে চোরাকারবারীরা ২ বিজিবি সদস্যকে গুরুতর জখম করে । এতে ২ বিজিবি সদস্যকে চোরাকারবারীদের থেকে উদ্ধার করে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে। এরা হচ্ছে লুৎফর রহমান ও হাবিবুর রহমান বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে বিজিবি সদস্য লুৎফর রহমান বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪২/৬৯৬,তাং ২১-১১-১২ইং । এতে আসামীরা করা হয়েছে, টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার মো নুর আলমের পুত্র মোঃ উল্লাহ (৩০), মৃত আলী আহাম্মদের পুত্র মোঃ নুর আলম বেয়াই (৫০), মৃত হাসেম আলীর পুত্র কবির আহম্মদ (৪৫), মৃত ফয়েজুর রহমানের পুত্র মোঃ আবু তাহের (৪৮), মৃত হাসেম আলীর পুত্র মোঃ সিরাজ (৩০),মাষ্টার মোঃ ছৈয়দের পুত্র মোঃ কামাল হোসেন(২৮), মোঃ নুর আলমের পুত্র মোঃ ফরিদ উল্লাহ (২৭), মৃত বশু মিয়ার পুত্র মোঃ শাকের আহাম্মদ (৩২), নাইট্যং পাড়ার মৃত ওবাইদুর রহমানের পুত্র মোঃ শমসু (৪৫)মৃত জালাল আহমদের পুত্র ছৈয়দ আলম (৩২),মনু মিয়ার পুত্র মোঃ কাসেম(২৮), মাষ্টার ছৈয়দের পুত্র জামাল হোসেন(২৫),মোঃ আবদুর রহমানের পুত্র কামাল হোসেন (২০, মো খলিলের পুত্র মোঃ রহমত উল্লাহ (৩০)কেরুণতলী এলাকার মৃত হাসান শহীদের পুত্র মোঃ মোস্তফা কামাল(৩৩),মোঃ আবদু সালামের পুত্র মোঃ শাকের আলম (২৩),সালামত উল্লাহর পুত্র মোঃ আবদুল্লাহ (২৮),মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ পারভেজ(২৫)মৃত নজির আহমদের পুত্র নুরুল আমিন(২৫) দমদমিয়ার এলাকার অজ্ঞাত মোঃ আবুল কালাম(২৫ টেকনাফ সদরের গোদারবিল এলাকার মোঃ মুছা আলীর পুত্র মোঃ কালু প্রকাশ ডাকাত কালু(৪০) মুসা আলীর পুত্র মোঃ শামসুল আলম(৩০),দমদমিয়ার এলাকার মৃত নজির আহমদের পুত্র মোঃ তাজুল ইসরাম(৪৫),মোঃ আবদুল মালেকের পুত্র মোঃ আইয়ুব(৩০)
Leave a Reply