হুমায়ুন রশিদ,টেকনাফ।
টেকনাফ ৪২বিজিবি জওয়ানেরা সীমান্ত ও চেকপোস্টে অভিযান চালিয়ে ২১ রোহিঙ্গাকে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে। এছাড়া পিরিকটন ট্যাবলেটসহ ১যুবককে আটক করা হয়।
বিজিবি সুত্র জানায়-১ডিসেম্বর সকাল হতে টেকনাফ ৪২বিজিবির দমদমিয়া বিওপি ক্যাম্প যানবাহন ও সীমান্তে অভিযান চালিয়ে ৫নারী-শিশু রোহিঙ্গাকে আটক করে।অপরদিকে হোয়াইক্যং বিওপি জওয়ানেরা যানবাহন ও সীমান্তে অভিযান চালিয়ে ১৬রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের আওতাধীন স্ব স্ব পয়েন্ট দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়। অপরদিকে সন্ধ্যায় টেকনাফ সদর বিওপি ২জন মালয়েশিয়াগামীকে আটক করেছে ।
এ ছাড়া ৩০নভেম্বর বিকাল সাড়ে ৪টারদিকে হোয়াইক্যং বিওপি ১৬হাজার পিস পিরিকটন ট্যাবলেটসহ মহেশখালীর মাতারবাড়ি এলাকার মৃত আকবর আলীর ছেলে মোহাম্মদ আজিজ (২১)কে আটক করে। আটককৃতদের টেকনাফ থানায় সোর্পদ করা হয়।
Leave a Reply