টেকনাফ নিউজ ডেস্কঃ টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়ার পশ্চিমের সাগর সৈকতে অগণিত লাশ ভাসার খবর পাওয়া গেছে। এপযর্ন্ত স্থানীয় জনতা ১৯ জনের লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত লাশের মধ্যে অধিকাংশ শিশু রয়েছে। ঘটনা স্থল থেকে এলাকার আওমীলীগ নেতা নুরুল হক টেকনাফ নিউজকে জানান- বিকাল ৪ টার দিকে তারা দরগারছড়া সাগরে গেলে ১টি লাশ ভাসতে দেখে । সেটি উদ্ধারের পর দেখা যায় আরো অনেক লাশ সাগরে ভাসছে। এব্যাপারে টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান নুরুল আলম টেকনাফ নিউজকে জানান-এপযর্ন্ত ৯ শিশু, ২ মহিলাসহ ১০ জনের লাশ ও রাজার ছড়ায় ৫ জন এবং লম্বরী ও তুলাতুলি থেকে ৫ জনসহ ২১ জন লাশ উদ্ধার করা হয়েছে। লম্বরী,মহিশ খালীয়া পাড়া,রাজার ছড়াসহ কয়েক স্থান থেকেও লাশ উদ্ধার অব্যাহত রয়েছে।
এব্যাপারে টেকনাফ থানার দায়িত্বরত অফিসার ইন্চার্জ দিদার ফেরদৌস জানান আমরা এ পযর্ন্ত ২১ লাশ উদ্ধার করেছি। আরো লাশ উদ্ধারের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে । বিস্তারিত আসছে……