টেকনাফ প্রতিনিধি =টেকনাফে ২০ তম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। “গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদেও নিরাপত্তা নিশ্চিত করুন ” শিরোনামে এ উপলক্ষে ৩ মে বিকালে এক আলোচনা সভা টেকনাফ উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রেস ক্লাব সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ থানার পরিদর্শক(তদন্ত) দিদারুল ফেরদাউস, প্রবীণ সাংবাদিক হাফেজ মোঃ কাসেম, আবুল কালাম আজাদ,আশেকুল্লাহ ফারুকী, রেডিও নাফ,ও ব্যবস্থাপক আমিরুল ইসলাম, এনজিও সংস্থা একলাবের মনিটরিং অফিসার ছিদ্দিক হোসেন । মুক্ত আলোচনায় অংশ নেন, সাংবাদিক নুরুল করিম রাসেল, নুরুল হক, হুমায়ুন রশীদ, শামসুল আলম শারেক, আব্দুর রহমান, মুহাম্মদ ছলাউদ্দীন, , কাইছার পারভেজ চৌধুরী, আব্দুস সালাম, আবুল আলী, মোহাম্মদ রশিদ,শাহেন শাহ , জসিম উদ্দীন টিপু মোঃ জাহাংগীর আলম, আমান উল্লাহ, আমান ওয়াহীদ , নুর হাকিম, সাদ্দাম হোসেন, হেলাল উদ্দীন, গিয়াস উদ্দীন ভুলু, জিয়াবুল হক, জামাল উদ্দীন, আল মাসুদ, মাহবুবুর রহমান,সাইফুল ইসলাম, রেডিও নাফ’র প্রোগ্রামার মোঃ জাহাংগীর আলম ,সংবাদ পাঠক সাফুদ্দীন মামুন ও উপস্থাপিকা লালাই রাখাইন। টেকনাফ প্রেস ক্লাব ও রেডিও নাফ যৌথভাবে এ কর্মসূচী পালন করে।