শামসুল আলম শারেক,টেকনাফ।
টেকনাফে ২বন্ধুর মধ্যে চেক হস্তান্তরের ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। অবিশ্বাস্য হলেও এই সত্যিই ঘটনাটি ঘটেছে ৫জুন দুপুর দেড়টায় হ্নীলার লেদা অনিবন্ধিত লেদা রোহিঙ্গা ক্যাম্পে।
জানাযায়-টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার “ম”আদ্যাক্ষরের এবং নোয়াখালী এলাকার “আ” আদ্যাক্ষরের মধ্যে এনজিওতে চাকুরী করার সুবাদে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। (সঙ্গত কারনে পুরো নাম দেওয়া হলনা)। গত ১ মাস আগে নোয়াখালীল বন্ধুটি টেকনাফ বাজার থেতে ২জোড়া জুতা কিনেছিল। ১জোড়া জুতা ছোট হওয়ায় টেকনাফের বন্ধুটি ১শ টাকা মূল্যে কিনেছিল। কিন্তু ২বন্ধুর মধ্যে গভীর সম্পর্ক থাকায় টেকনাফের বন্ধুটি ইচ্ছাকৃতভাবে জুতার টাকা পরিশোধে বিলম্ব করে। কিন্তু নোয়াখালীর নাছোড় বান্দা বন্ধুটি প্রতিদিন টাকার জন্য টেকনাফের বন্ধুকে খুঁজতে থাকে। গত ৫জুন নোয়াখালীর বন্ধুটি ছুটিতে বাড়ি যাওয়ার পথে টেকনাফের বন্ধুকে পাওনা ১শ টাকা দিতে বলে। না হলে অবস্থা কাহিল করার ঘোষণা দেয়। টেকনাফের বন্ধুটির পকেট কোন টাকা না থাকায় উপায়ান্তর না দেখে নোয়াখালীর নাছোড় বান্দা বন্ধুটি টেকনাফের বন্ধুর কাছ থেকে ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ১খানা ১শ টাকার চেক নিয়ে ছাড়লেন। এ বিষয়টি অপরাপর বন্ধু ও এনজিও কর্মীদের মধ্যে জানাজানি হলে হাস্যরসের সৃষ্টি হয়। #########################