টেকনাফ এক ইউপি সদস্য কর্তৃক ১ব্যক্তির কাছে জোর পূর্বক ষ্টাম্প আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় ১টি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়- ৭নভেম্বর টেকনাফ উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মৃত মকতুল হোছনের পুত্র আবুল কাশেম (৬০) কে স্থানীয় ইউপি মেম্বার আমীর হোছন বাড়ী থেকে ডেকে নিয়ে ৩৫ শতক জমি ও ৪০ হাজার টাকা দাবী করে। সে জমি ও টাকা কি কারনে দিতে হবে তা জানতে চাইলে তাকে উল্টো হুমকি দমকি দিয়ে জোর পূর্বক ষ্টাম্প আদায় করে বলে জানায়। এ ব্যাপারে বৃদ্ধ আবুল হোছন টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি মীমাংসা করার জন্য টেকনাফ থানায় দু’পক্ষের বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। ############################
Leave a Reply