হেলাল উদ্দিন, টেকনাফ ॥নাফ নদী পেরিয়ে টেকনাফে অনুপ্রবেশের কালে ১৯রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। পরে তাদের খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে পুশব্যাক করা হবে।টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র উপাধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, ৬ডিসেম্বর ভোররাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে শাহপরীরদ্বীপ এলাকা দিয়ে অনুপ্রবেশকালে ১৬ জন ও হোয়াইক্যংয়ে ৩ জনসহ মোট ১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আটক করা হয়। পরে তাদের খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে পুশব্যাক করা হবে।