মমতাজুল ইসলাম মনু টেকনাফ শাহপরীর দ্বীপের বিওপির বিজিবি জওয়ানরা অবৈধ ভাবে অনুপ্রবেশকালে ১০ জন মিয়ারনমার নাগরিককে আটক করে। জানা যায়- রবিবার রাত দেড়টায় এদেরকে আটক করা হয়। এদিকে সোমবার ভোর ৫ টায় অবৈধ ভাবে অনুপ্রবেশকালে আরো ২ জন মিয়ারনমার নাগরিককে আটক করে টেকনাফ সদর বিজিবি। আটককৃতরা বিজিবি হেফাজতে রয়েছে বলে জানা গেছে। ====
Leave a Reply