মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, …টেকনাফে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদের খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে পুশব্যাক করা হয়। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ২টার দিকে হ্নীলা বিওপি’র হাবিলদার সুবাষ চন্দ্র দাশ গুপ্তের নেতৃত্বে বিজিবি জওয়ানরা নাফ নদীর জালিয়া পাড়াস্থ কেউড়া বাগান সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে মিয়ানমারের ১১ রোহিঙ্গা নাগরিক মোঃ সোহেল (১৯), মোঃ জাহিদ (১৮), হামিদ হোছন (৩৮), বশির আহমদ (২০), হারুন-অর-রশিদ (২৩), মোঃ আবদুল্লাহ (২৫), মোঃ কায়সার (৮), রোকেয়া বেগম (৩০), ফাতেমা বেগম (২০), ফরমিনা বেগম (২১) ও আলকাহিমাকে (২২) আটক করে। পরে খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে তাদের পুশব্যাক করা হয়।টেকনাফ ৪২ ব্যাটায়িলান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
######################
মুহাম্মদ ছলাহ্ উদ্দিন,
Leave a Reply