হেলাল উদ্দিন , টেকনাফ / টেকনাফে প্রায় ৪০লাখ টাকা মূল্যমানের ৯ হাজার ৯শ’ ৭০ পিচ ইয়াবা আটক করেছে বিজিবি।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ জানান, রবিবার ভোররাত সাড়ে ৫টার দিকে সাবরাং বিওপি’র হাবিলদার আশরাফুলের নেতৃত্বে বিজিবি জওয়ানরা স্থানীয় সীমান্ত পয়েন্টের নাফ নদীর বেড়িবাঁধের ৩ নং ¯¬ুইশ গেইটের মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে ৩৯ লাখ ৯১’হাজার টাকা মূল্যমানের ৯ হাজার ৯শ’ ৭০ পিচ ইয়াবা আটক করে। পরে আটক ইয়াবাগুলো পাচারের সুনির্দিষ্ট অভিযোগে সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া এলাকার বাসিন্দা মুহাম্মদ হোছনের পুত্র মোঃ ওচমান গণিকে (৩৫) পলাতক আসামী দেখিয়ে সংশি¬ষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়।
yabah! yabah!! yabah!!!
Hi allah kobe mukti pabo ei ovishap theke.