নুর হাকিম আনোয়ার… টেকনাফ উপজেলার হ্নীলা দমদমিয়া চেকপোষ্টে টেকনাফ-কক্সবাজার গামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১হাজার পিচ ইয়াবাসহ ১ পাচারকারীকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়,দমদমিয়া বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার জজ মিয়া নেতৃত্বে ,৬নভেম্বর সকাল ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফÑকক্সবাজার গামী যাত্রীবাহী কক্সবাজার গামী (কক্স-ন-১১-০১৩৭)বাসে যুবকের দেহ তল্লাশী করে এ ইয়াবা আটক করে। আটকককৃত ইয়াবা মূল্য ৩ লক্ষ টাকা এবং পাচারকারী টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিলের নুরুল ইসলামের পুত্র ইমাম হোছন (১৯)কে আটক করে। এ ব্যাপারে টেকনাফস্থ ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান সাথে যোগাযোগ করা হলে তিনি এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply