হেলাল উদ্দিন, টেকনাফ ॥টেকনাফে সংখ্যালঘু (হিন্দু-বড়–য়া) পল্লীতে হামলার এক আসামী আটক করেছে পুলিশ।জানা যায়, রবিবার বিকাল ৩টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর আইসি এসআই বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ কাঞ্জর পাড়া ইউপি ভবনের পার্শ্ববর্তী টিলায় অভিযান চালিয়ে জোয়ারিয়া খোলা সংখ্যালঘু (হিন্দু-বড়–য়া) পল্লীতে হামলার আসামী স্থানীয় মৃত মিয়া হোছানের পুত্র আবদুল মালেককে (৪৬) আটক করে। বাদী ও পুলিশ সূত্র জানায়, আটককৃত ব্যক্তি অন্যান্য দুস্কৃতিদের সাথে ৩০ সেপ্টেম্বর রাতে সংখ্যালঘু (হিন্দু-বড়–য়া) পল্লীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগে অংশ গ্রহণ করে।
##################
Leave a Reply