শামসুল আলম শারেক,….টেকনাফের হোয়াইক্যং যুবলীগ সভাপতি কর্তৃক হ্নীলার অসহায় এক বিদেশ যাত্রীর কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইয়ের শিকার ক্ষতিগ্রস্থরা বিভিন্ন মাধ্যমে টাকা দাবী করলে ক্ষমতাসীন দলের প্রভাব দেখিয়ে তাদের হুমকি-ধমকি দিচ্ছে। এ নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।সরেজমিন পরিদর্শন ও খোঁজ-খবর নিয়ে জানা যায়, ২৮ আগষ্ট সকাল ৭টার দিকে উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়া এলাকার মৃত কালা মিয়ার পুত্র শামশুদ্দিন (৫০) তাঁর পুত্র জালাল উদ্দিনকে (১৬) বিদেশ পাঠানোর জন্য ট্রাভেল এজেন্সির স্থানীয় মাঠকর্মী হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাত ঘড়িয়া পাড়া এলাকার মৃত ইসলাম মিয়ার পুত্র মমতাজ আহমদকে ১ লাখ ৩০ হাজার টাকা জমা দিতে গিয়ে হ্নীলা ষ্টেশন থেকে সিএনজিযোগে সাত ঘড়িয়া পাড়া রাস্তা মাথা ব্রীজে নামে। এ সময় একটি মোটর সাইকেল নিয়ে স্থানীয় খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার রৌশন আলীর পুত্র হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ সভাপতি ফয়েজ উদ্দিন জিকু ও একই এলাকার মৃত মুহাব্বত আলী প্রকাশ মা’তালীর পুত্র শামসুল আলম এসে অতর্কিতভাবে জালাল উদ্দিনকে লাথি-কিল-ঘুসি সহযোগে বেধড়ক মারধর করে তার কাছে থাকা ১ লাখ ৩০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় পিতা শামসুদ্দিন পুত্রকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে লাথি-কিল-ঘুসি মেরে ছিনতাইকারীরা দ্রুত চম্পট দেয়। এতে পিতা শামসুদ্দিন ডান কানে মারাত্মক জখম প্রাপ্ত হয়। বর্তমানে তিনি কক্সবাজারে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ক্ষাতিগ্রস্থরা থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চালাচ্ছে।
Leave a Reply