শাহীনশাহ,টেকনাফ=গেল ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে টেকনাফে একটি অসাধু চক্র সরকার ও রাষ্ট্রবিরোধী জোর অপপ্রচার চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীদের দাবী বিএনপি-জামায়াত ও তার সহযোগী সংগঠন গুলো পরিকল্পিতভাবে জনসাধারনকে বিভ্রান্ত, উস্কে দেয়ার জন্য এহেন জঘন্য প্রচারনা করে যাচ্ছে। গত ৮ মে বিকাল সাড়ে ৫টায় কান্জর পাড়া গামের মৃত নজির আহমদের পুত্র জামায়াত নেতা দিলদার হোসেন সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদ করলে হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল আমিনকে দিবালোকে হামলা চালিয়ে ও ২২হাজার টাকা হাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ পাওয়া যায়। আহত আওয়ামীলীগ নেতা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান- বাজারের সমাগমে সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালালে আমি প্রতিবাদ করায় আমাকে হুংকার দিয়ে লাঠি, ঘুসা দ্বারা আঘাত করেন। এতে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে যে কোন সময়ে রক্তক্ষয়ীর আশংকা দেখছেন সচেতন মহল। জানা যায়, হেফাজতের ১৩ দফা দাবী নিয়ে গত ৫মে হেফাজতের অবরোধ্ ও সমাবেশকে কেন্দ্র করে টেকনাফের শাহপরীরদ্বীপ, বাহাড়ছড়া, হ্নীলা ও মৌলভী বাজার বিশেষ করে হোয়াইক্যং য়ে সংঘবদ্ধ একটি চক্র গনহত্যা ঘুম ট্রাক, ট্রাক লাশ উদ্ধার এমন ভিত্তিহীন ও উস্কানীমূলক বক্তব্য জনসাধারনের মাঝে বলে যাচ্ছেন বলে গুরুতর অভিযোগ পাওয়া যায়। ওই সব অপপ্রচারে জনসাধারনের মনে আতংক ও বিভ্রান্ত তৈরী হচ্ছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগ ও মৎসজীবিলীগের অনেক নেতাকর্মী বলেন, জামায়াত নেতা অধ্যাপক নুরুল আমিন, দিল দার হোসেন, বিএনপি নেতা সিকান্দরসহ বিভিন্ন নেতাকর্মীরা হেফাজতের সমাবেশে ৮-১০হাজার লোক নিহত হয়েছে। ৫হাজার উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এমন অসত্য, ভিত্তিহীন এবং মিথ্যাচার করে যাচ্ছেন। হোয়াইক্যং আওয়ামীলীগ নেতা আব্দুল বাসেত জানান- সংঘবদ্ধ অসাধু চক্রটি সরকার বিরোধী অপপ্রচার করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর এসআই মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রাষ্ট্র ও সরকারবিরোধী কোন অপপ্রচারের খবর এখনো পাওয়া যায়নি। তবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী জানান-অসাধু চক্রের সরকার বিরোধী অপপ্রচারে আমি অবগত হয়েছি। এ বিষয়ে আগামী শুক্রবার সভায় সিন্ধান্ত নেয়া হবে,সহিংসকামীদের বিরুদ্ধে কি করা যায়।