হাফেজ মুহাম্মদ কাশেম … বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টেকনাফে সম্পন্ন হয়েছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। মরকাজুত তাহফিজ ফউনেডশনের ব্যবস্থাপনায় সওতুল হেরা সোসাইটি টেকনাফের উদ্যোগে মঙ্গলবার ৩ মার্চ টেকনাফ শহিদ আলী উল্লাহ আলো কমপ্লেক্স মিলনায়নে অনুষ্ঠিত হয় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। এতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান হতে ৯২ জন ছাত্র অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে ১৬ জন ছাত্রকে জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়সে কার্ড ও পুরস্কার প্রদান করা হয়েছে। টেকনাফ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ক্ষুদে হাফেজ শিশু—কিশোরদের কন্ঠে কুরআনের তেলাওয়াতের সুরে মুখরিত হয় আকাশ বাতাস। কুরআনের সুরের মূর্ছনায় ছড়িয়ে পড়ে দীপ্ত ঈমানের আবহ। শ্রোতাদের অন্তরে জেগে ওঠে কুরআন প্রেমের ঢেউ। আল কুরআনুল কারিমের এই মাহফিল থেকেই গ্রম বাংলার প্রতিটি ঘরে হাফেজে কোরআন তৈরীর মিশন ত্বরান্বিত করার প্রত্যয় ধ্বনিত হয়।
সওতুল হেরা সোসাইটির সভাপতি হাফেজ মাহমুদ উল্লাহ রিয়াদের সভাপতিত্বে প্রতযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও তালীমুল কুরআন কমপ্লেক্স চট্রগ্রাম এর চেয়ারম্যান হাফেজ মাও: মো: তৈয়ব। প্রধান বিচারক ছিলেন মরকাজুত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ নেছার আহমদ আন—নেছারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আবুল মনসুর।
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা সাধারন সম্পাদক হাফেজ মাও: জামাল উদ্দিন তাওহিদ, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মুহাম্মদ জুবাইর, লেঙ্গুরবিল এমদাদিয়া বড় মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওঃ মো: তাহের, টেকনাফ আরএফল কোম্পানীর ডিষ্ট্রিবিউটর ফেরদাউসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সওতুল হেরা সোসাইটির সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহীম রাহী অনুষ্টান সঞ্চালনা করেন। মরকাজুত তাহফিজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ১০ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় টেকনাফ হতে ১৬ ক্ষুদে শিশু—কিশোর হাফেজ জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন। ##
Leave a Reply