নুর হাকিম আনোয়ার,টেকনাফ এক লম্পট কর্তৃক মুসলিম এক শিশুকে ধর্ষণের অভিযোগে গনধোলাই দিয়ে জনতা পুলিশে সোপর্দ করেছে। গতকাল ২৬ আগষ্ট দুপুরে টেকনাফ পৌর এলাকা জালিয়াপাড়ায় ঘটেছে চাঞ্চল্যকর এঘটনা। জানা যায়- টেকনাফে বেসরকারী একটি কোম্পানিতে কর্মরত রাঙ্গামাটি বাঘাইছড়ি সত্যকান্তি দাশের পুত্র নির্মল দাশ গতকাল রবিবার দুপুরে পুসলিয়ে দক্ষিণ জালিয়াপাড়া প্রবাসি মোঃ আইয়ুবের ৮ বছরের শিশু কন্যাকে (নাম প্রকাশ করা হলনা) ভাড়া বাসায় নিয়ে যায়। মুখে কষ্টেপ লাগিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে মুখের টেপ খুলে গেলে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে নির্মল দাশকে ধরে ফেলে। পরে গনধোলাই দিয়ে থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহবুবুল হক জানান- ভিকটিম থানা হেফাজতে রয়েছে। গনধোলাইয়ের শিকার নির্মল দাশকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply