হাফেজ মুহাম্মদ কাশেম,..>টেকনাফে হিজড়াদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। হিজড়ারা প্রতিনিয়ত ব্যবসায়ীদের হয়রানি করছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। স্থানীয় সূত্র জানায়, টেকনাফ কায়ুকখালীপাড়া বসবাসকারী বেশ কয়েকজন হিজড়া ব্যবসা করার পরেও টেকনাফ পৌর এলাকায় সকল প্রকার দোকান-পাটে প্রত্যেক মাসে ১০ টাকা করে চাঁদা আদায় করে। সব চেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে- মহিলা বেশে উগ্র পোশাক পরে এরা ঘুরে বেড়ায়। এদের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সহমর্মিতা ও সহানুভুতি থাকলেও এদের আচরণ এবং উগ্র পোশাক সাধারণ মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলে। এব্যাপারে অভিজ্ঞ মহল প্রশাসনের হস্তক্ষেপ এবং এদের সম্মান জনক পূনর্বাসন কামনা করেছেন ।########
karim