হুমায়ুন রশিদ,মুহাম্মদ ছলাহ্ উদ্দিন,জিয়াবুল হক,টেকনাফ…
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শিবির আহুত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল টেকনাফে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সম্পন্ন হয়েছে। দূর পাল্লার যানবাহন না চললেও স্থানীয় যানবাহনেবর ছড়াছড়ি ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত পুলিশ-আনসার মোতায়েন এবং পিকেটিং না থাকায় উপজেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
৪ডিসেম্বর সকাল হতে আগাম হরতালের ঘোষনা থাকায় যানবাহন তেমন দেখা যায়নি। অতিরিক্ত পুলিশ-আনসার মোতায়েন এবং বেলা বাড়ার সাথে সাথে সিএনজি,মাইক্রো ও মোটর সাইকেলের আনা-গোনা বেড়ে যায়। তবে দূরপাল্লার যানবাহনের কাউন্টার বন্ধ ছিল। যানবাহনও ছিলনা। মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীরা ফিরে যায়। স্থরবন্দর-সরকারী অফিস পাড়ার কাজ-কর্ম স্বাভাবিক থাকলেও উপস্থিতি ছিল তুলনামুলক কম। সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজের কাজ-কর্ম একেবারে শিথীল ছিল। বিকাল গড়ার সঙ্গে সঙ্গে সড়ক যানবাহনে পূর্ণ হয়ে উঠে। তবে উপজেলার বরইতলী থেকে শাহপরীর দ্বীপ এবং উপকূলীয় বাহারছড়া এলাকায় সড়কে পিকেটার না থাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। //মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ //পুলিশের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সীমান্ত উপজেলা টেকনাফে জামায়াত আহুত পিকেটারবিহীন সকাল-সন্ধ্যা নি¯প্রাণ হরতাল পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে হরতাল ঠেকাতে উপজেলা গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা নিয়েছে প্রশাসন। ভোর থেকে সাবরাং, সদর, হ্নীলা ও হোয়াইক্যংয়ের প্রতিটি সড়ক ও সড়কের মোড়ে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার ব্যাটালিয়ান সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। দুপুরে হোয়াইক্যংয়ের খারাংখালী ও হ্নীলার হোয়াব্রাং রাস্তার মাথায় অল্পক্ষণের জন্য জামায়াত-শিবিরের উপস্থিতি দেখা গেলেও সারাদিন অন্য কোথাও তাদের নেতাকর্মীদের দেখা //জিয়াবুল হক,টেকনাফ //
টেকনাফে জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। কোথাও কোন ধরণের অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুরপাল¬ার কোন যানবাহন চলাচল না করলেও সাবরাং, বাহারছড়া শামলাপুর,নিলা ও হোয়াইক্যং সড়কে সিএনজি,জীপ,টমটম চলাচল ছিল স্বাভাবিক। তবে নাশকতা ঠেকাতে রাতে টেকনাফে সাবেক ছাত্র শিবিরের সভাপতি ছিদ্দিককে আটক করে পুলিশ । এ দিন জামাত শিবিরের কোন কর্মীকে কোন মিছিল ও পিকিটিং করতে দেখা যায়নি। ব্যাংক ,বীমা ,অফিস ,স্বায়িতশাসিত প্রতিষ্টান,এনজিও অফিস, স্কুল কলেজ,মাদ্রাসা,দোকান পাট, ছিল স্বাভাবিক। প্রসঙ্গত একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ শীর্ষ আট নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত দলের শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামাত ইসলামী। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মোঃ ফরহাদ জানান, নাশকতা মূলক কর্মকার্ন্ড ঠেকাতে নজরদারি ছাড়াও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
hdjdkhdsfh