নজির আহমেদ সীমান্ত …টেকনাফে হঠাৎ বৃষ্টি হয়ে মাঠের উৎপাদনাধীণ লবণের ব্যপক ক্ষতি হয়েছে। ভোর সকাল ও গভীর রাতে দু-দফা বৃষ্টি হয়ে লবণ মাঠে পানি জমে লবণ উৎপাদন কাজ কমপক্ষে পনের দিন পিছে গেল। রাতে যখন হঠাৎ বৃষ্টি শুরু হয় চাষীরা তাড়াহুড়– করে মাঠের উৎপাদনাধীণ লবণগুলি পলিথিন মুড়িয়ে বৃষ্টি হতে রক্ষার চেষ্টা করে লবণ চাষিরা। রাতের বৃষ্টিতে মাঠে বেশি পানি জমেনি তবে ভোর সকালের বৃষ্টিতে ব্যপক ক্ষতি হয়েছে
বলে জানিয়েছে লবণ চাষি মোফিজ ও পানচাষি শাকের আহমদ।
এদিকে লবণচাষিরা তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রহর গুনলেও পান,মরিচ, তরমুজ ও শাক সবজি চাষিরা মহা খুশি। গতকাল হতে চার-পাঁচদিন তাদের ছুটি। যেহেতু এ বৃষ্টিতে আসছে তিন-চার দিন ক্ষেতে পানি দিতে হবে না।