এটিএন ফায়সাল…. টেকনাফে স্বামী-স্ত্রীর কলহে ৪৫ দিনের শিশু জেসমিন আক্তার নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহত শিশু জেসমিনের পিতা আব্দুল্লাহকে আটক করেছে ।জানা যায়, গত ২৯ আগস্ট বুধবার বিকাল ৫ টায় টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়ার বততলী এলাকার আব্দুললাহ ও স্ত্রী মনোয়ারা বেগমের সাথে কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রী মনোয়ারাকে ব্যাপক মারধর করে সে। এ সময় মনোয়ারার কোলে থাকা শিশু জেসমিন আক্তার গুরুতর আহত হয়। আহত শিশু জেসমিনকে পিতা আব্দুল্লাহ্র উদ্যোগে টেকনাফ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। কক্সবাজার আসার পথে টেকনাফ বাস স্টেশন সংলগ্ন এলাকায় জেসমিন মারা যায়।
এদিকে, স্ত্রীর পরিবারের লোকজন শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে পিতা আব্দুল্লাহকে আটকে রেখে থানায় খবর দেয়। পরবর্তীতে টেকনাফ থানার এ এস আই মনির হত্যার অভিযোগে জেসমিনের পিতা আব্দুল্লাহ(২৮) কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত আব্দুল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়ার জহর মুল্লুকের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাহাবুবুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার ঘটনাস্থল যান। পুলিশ নিহত শিশুর মৃতদেহের সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে। মামলার প্রস্তুতি এ রিপোট লেখা পর্যন্ত আব্দুল্লাহকে আসামী করে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply