আমান উল্লাহ আমান, টেকনাফের দমদমিয়া এলাকায় ২৫/৩০ জনের স্বশস্ত্র ডাকাতদল হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্নালংকারসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। ডাকাতদলের মারধরে ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাতদল ফাঁকা গুলি বর্ষন করে পার্শ্বস্থ পাহাদের দিকে চলে যায়। ১৪ আগষ্ট ভোর সাড়ে ৩ টায় সেহেরী খাওয়ার সময় টেকনাফের হ্নীলায় দমদমিয়া গ্রামের নুর আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের প্রহারে মোঃ উল্লাহ (২৫), তার মা সামশুন নাহার (৫০) ও তার ভাবি আহত হয়েছে। আহতদের মধ্যে মোঃ উল্লাহর অবস্থা গুরুতর। ডাকাতের গুলি এলাকার সাদ্দাম হোসেন ও তার মায়ের গায়ে লাগলে তারা সামান্য জখম হয়। ডাকাতদের পর পর গুলির শব্দে এলাকার মানুষ আতংগ্রস্থ হয়ে উঠে। পরে মসজিদের মাইকের ঘোষনায় এলাকাবাসী সংঘবদ্ধভাবে এগিয়ে আসলে ডাকাতরা গুলি বর্ষন করতে করতে পাহাড়ের দিকে চলে যায়। এ সময় ১০ ভরি স্বর্ণ, নগদ ২ লক্ষ টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় বলে বাড়ির কর্তা জানিয়েছে। টেকনাফ থানার পুলিশের এস আই সাইফুল ও পার্শ¦বর্তী বিজিবি ক্যাম্পের জওয়ানরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে বাড়ির মালিক থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
সংবাদ প্রেরক
আমান উল্লাহ আমান
টেকনাফ
০১৮১৫০৭৯৬৮১
Leave a Reply