হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ পরিবার পরিকল্পণা স্থায়ী পদ্ধতির ক্যাম্পে ১৭ জন স্থায়ী পদ্ধতি এবং ২জন অস্থায়ী পদ্ধতি গ্রহণ করেছে। গতকাল ৩০ আগষ্ট টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পণা বিভাগ এই ক্যাম্পের প্রায়োজন করে। টেকনাফ হাসপাতালের অপারেশন থিয়েটারে মোট ১৯ জন সেবা গ্রহীতাদের সেবা দেওয়া হয়। তম্মধ্যে ১৫ জন্য পুরুষকে এনএসভি, ২জন মহিলাকে টিউভেকটমী, ২ জন মহিলাকে ইমপ্লান্ট দেওয়া হয়। উপজেলা পঃ পঃ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবুল কাশেম জানান- অস্ত্রোপচার করেন মেরী স্টোপস ক্লিনিক চট্টগ্রাম এর রবিন টিমের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম। সহযোগিতায় ছিলেন- পরিদর্শিকা (সদর) মনোয়ারা বেগম মুন্নী, পরিদর্শিকা (সাবরাং) আয়েশা বেগম মুন্নী, স্যাকমো (বাহারছড়া) আমান উল্লাহ, পরিদর্শিকা (বাহারছড়া) মিসেস মিতা বড়ূয়া এবং রবিন টিমের নারায়ণ চক্রবর্তী ও নোমান আব্বাছী।
ক্লায়েন্টের উপর হামলাঃ
স্থায়ী পদ্ধতির এই ক্যাম্পে সেবা নিতে আসা ১জন ক্লায়েন্ট ছিনতাইকারীর হামলার শিকার হয়েছে। স্থায়ী পদ্ধতি গ্রহণ করে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সি ব্লক, রুম নং- ৮৬৪ ছৈয়দ হোছন (৩০) এমআরসি নং- ৫০৫৪৯ ক্যাম্পে ফেরার জন্য বিকালে হাসপাতাল গেইটে পৌছলে ২ জন ছিনতাইকারী তার নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিতে হামলা চালায়। কোন রকম সে পালিয়ে পুনরায় উপজেলা পঃ পঃ কার্যালয়ে আশ্রয় নেয়। সহকারী উপজেলা পঃ পঃ কর্মকর্তা শ্র“তিপূর্ণ চাকমা বিষয়টি টেকনাফ মডেল থানাকে অবহিত করেছেন বলে জানা গেছে। ##
Leave a Reply