হাফেজ মুহাম্মদ কাশেম … ১৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থায়ী ও দীর্ঘ মিয়াদী পদ্ধতি বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের উদ্যোগে এনজেন্ডার হেল্থ বাংলাদেশ মায়ের হাসি প্রজেক্ট এই কর্মশালার আয়োজন করে। ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপজেলা প:প:কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পণা অধিদপ্তরের মহাপরিচালক একেএম আমির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) ডা: দীপক তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পণা অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) ডা: একেএম মাহবুবুর রহমান, এমসিএইচ-এফপির পরিচালক ডা: মো: শরীফ, সিসিএসডিপির প্রোগ্রাম ম্যানেজার(কিউএটি) ডা: মো: জানে আলম, চট্টগ্রামের আঞ্চলিক সুপারভাইজার ও সহকারী পরিচালক(এডিসিসি) রুকনুদ্দীন আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম ও হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী। এতে ৩৫ জন সন্তুষ্ট এনএসভি গ্রহীতা, ১৫ জন এফডব্লিউএ, ৮ জন এফপিআই, ৩ জন মহিলা মেম্বার, ৩টি এনজিও সংস্থা সূর্য্যরে হাসি ক্লিনিকের কো-অর্ডিনেটর অজয় কুমার চৌধুরী, আরটিএমআইর সমন্বয়কারী নাসরিন আক্তার মণিকা, মেরী স্টোপ্স ক্লিনিকের ১ জন প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী, উপজেলা পঃপঃ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আবুল কাশেম, এটিএফপিও শ্রুতিপূর্ণ চাকমা, আমন্ত্রিত অতিথি হিসাবে ১জন ইউপি চেয়ারম্যান, ১জন ধর্মীয় নেতা ও ১জন সাংবাদিক অংশগ্রহণ করেন। ##################
Leave a Reply