আল-মাসুদ,হ্নীলা…
সীমান্ত শহর টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দু’পাচারকারীকে আটক করেছে র্যাব। র্যাব-৭ সূত্রে জানা যায়-বুধবার রাত ২টার দিকে র্যাবের কমান্ডার মেজর সরওয়ার-ই-আলম ও এএসপি সাজিদুর রহমানের নেতৃত্বে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দরগাহ্্ পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৮শ’ পিচ ইয়াবাসহ স্থানীয় দরগাহ পাড়ার মৃত লাল মিয়ার পুত্র নুর হোছাইন (৪০) ও কালা মিয়ার পুত্র আবদুস শুকুর (২৬ কে আটক করে। জব্দকৃত ইয়াবা সংশ্লিস্ট থানায় সোপর্দসহ পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মেজর সরওয়ার-ই-আলম। ====
আল-মাসুদ,হ্নীলা
টেকনাফ
মোবাইল নং-০১৮২০৫০৫৯৯২