মুহাম্মদ ছলাহ্ উদ্দিন….টেকনাফে ৩৭ লাখ ৮৯ হাজার ৩শ’ টাকা মূল্যমানের সাড়ে ১২ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। জব্দকৃত ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে দু’জনকে পলাতক আসামী করে মামলা রুজু করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে মিয়ানমারের ২৩ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুশব্যাক করা হয়।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র টু-আইসি মেজর শফিকুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সময়ে সাবরাং বিওপি’র নায়েব আবদুল কুদ্দুস, হ্নীলা বিওপি’র হাবিলদার রুহুল আমিনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা নাফ নদীর সাবরাং ৩নং স্লুইশ গেইট ও হ্নীলা ১নং স্লুইশ গেইটে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে নাফ নদীর জিরো পয়েন্ট পেরিরে বাংলাদেশে পাচারের সময় ৩৭ লাখ ৮৯ হাজার ৩শ’ টাকা মূল্যমানের ১২ হাজার ৬শ’ ৩১ পিচ ইয়াবা জব্দ করে। জব্দকৃত ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে সাবরাং দক্ষিণ নয়াপাড়া এলাকার সোনা আলীর পুত্র মৌলভী নূর মোহাম্মদ (৩৫) ও সাবরাং সিকদার পাড়া এলাকার মোঃ কাশেমের পুত্র মোঃ হাসানকে (৩৫) পলাতক আসামী করে টেকনাফ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
অপরদিকে একইদিন মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত সময়ে শাহপরীরদ্বীপ, নয়াপাড়া, হ্নীলা ও ঝিমংখালী বিওপি’র জওয়ানরা স্ব স্ব সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৬ নারীসহ ২৩ রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে তাদের খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে পুশব্যাক করা হয়।
###################