হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ =টেকনাফে সাগরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও মিলেনি। জানা গেছে – প্রতিদিনের ন্যায় টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া ঘাট দিয়ে আব্দুর রহিমের মালিকানাধীন ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মোঃ ইউনুছ মাঝির ডিঙ্গি নৌকা ৬ মাঝি-মাল্লাসহ বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। শনিবার সকালে বঙ্গোপসাগরের ১৬ বাইন এলাকায় থেকে ভাসমান অবস্থায় জেলেরা মুমূর্ষু অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে। পরে অজ্ঞাত এ ব্যক্তিকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে অজ্ঞাত এ যুবকের এখনো জ্ঞান ফিরেনি। তবে আশংকা মুক্ত বলে জানিয়েছেন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল মন্নান। উদ্ধারকারী নৌকার মাঝি মোঃ ইউনুছ জানিয়েছেন, বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় উদ্ধার করি। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তিনি আরো জানান, সাগরে ভাসমান আরওএকটি লাশ দেখাও গেছে। ধারণা করা হচ্ছে, বর্ষায় সাগর পথে মালয়েশিয়াগামী যাত্রী বোঝায় কোনা ট্রলার বা নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ############