মুহাম্মদ কাশেম=টেকনাফে পিএসসি,জেএসসি এবং এসএসসিতে উর্ত্তীণ শিক্ষার্থীদের ও শ্রেষ্ঠ শিক্ষিকা পল্লানপাড়া সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা সোলেমা আক্তারকে সংবর্ধনা দিয়েছে নাফ ইন্টার গ্র“প নামক অরাজনৈতিক একটি সংগঠন। ২৩ জুন গোদারবিল বাইতুশ শরফ মোহাম্মদিয়া রিয়াদুল জান্নাহ দাখিল মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সংবধর্না দেওয়া হয়। নাফ ইন্টার গ্র“পের সভাপতি এজাহারুল হক এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন গোদারবিল বাইতুশ শরফ মোহাম্মদিয়া রিয়াদুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ আমির আহমদ ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন- এনআইজির শিক্ষা সম্পাদক আবু তাহের। বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ্য নুরুল আবছার, অভিভাবক গুরা মিয়া, কৃতি শিক্ষার্থী সাইফুল ইসলাম, উত্তর লম্বরী সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,পল্লান পাড়া সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা সোলেমা আক্তার। অনুষ্ঠানে পিএসসিতে এ প্লাস প্রাপ্ত ৩ জন, এ প্রাপ্ত ৩৮ জন, এ মাইনাস প্রাপ্ত ৩৪ জন, জেএসসিতে এ প্লাস প্রাপ্ত ১ জন, এসএসসিতে এ প্লাস প্রাপ্ত ৪ জনসহ মোট ৮০ জন কৃতি শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট, ডিকসশনারী, বই ও সনদপত্র দেওয়া হয়। তাছাড়া পল্লানপাড়া সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা সোলেমা আক্তার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে এনআইজির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন- এনআইজির সাধারণ সম্পাদক আবুল কাসেম #