হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ সীমান্ত উপজেলা টেকনাফে পকেটমারের উপদ্রুব আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। টেকনাফ বাস ষ্টেশনে বিভিন্ন স্থানে উৎপেতে থাকে পকেটমাররা। সুযোগ বুঝে সহজ সরল যে কোন মানুষের পকেটে হাত দিতে কোন দ্বিধা নেই তাদের। বিশ্বস্থ সূত্র জানায়- পৌরসভার জালিয়াপাড়ায় প্রশিক্ষিত ১০ জন শিশু নিয়মিত এ কাজে ব্যস্থ। তাদের নিয়ন্ত্রণে রয়েছে প্রভাবশালী কয়েক জন যুবক। তারা যে কোন ভাবে অপারেশন সফল করতে গিয়ে আটক হলে গডফাদার ছুটে আসে তাদের সুরাহ করতে। ৩ আগষ্ট দুপুর ১২টায় এবি ব্যাংকের নিচে আযাদ লাইব্রেরী এন্ড ইলেকট্রিক থেকে পণ্য নিয়ে চম্পট দেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে ঐ শিশুকে। ধৃত পকেটমার জানায়- তাদের সিন্ডিকেটে ১০ জন রয়েছে। তারা প্রতিদিন কাজ হিসাবে পকেটমারকে ব্যবহার করে। কয়েক দিন আগে দ্বীপপ্লাজাস্থ সৌদিয়া কাউন্টার থেকে যাত্রীদের ব্যাগসহ বিভিন্ন পণ্য নিয়ে পালানোর সময় আটক হয় আরো ২ জন। এসব পকেটমারদের বিরুদ্ধে থানায় বা আইন প্রয়োগকারী কোন সংস্থার সরানাপন্ন হলেও কাজের কাজ কিছু হয় না। জামেয়া মার্কেটের সামনে মাছ বাজারে প্রতিদিন অসংখ্য মানুষের টাকা, মোবাইল সেটসহ অনেক কিছু খোয়া যাচ্ছে প্রতিদিন। ধরা পড়লেও উত্তম মাধ্যম ছাড়া আর কিছু করার থাকেনা সাধারণ মানুষের। ফলে দিন দিন আশংকা জনক হারে বাড়ছে এসব অপকর্ম।########
Leave a Reply