টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্লাস বর্জনকারী শিক্ষকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন টেকনাফের ইউএনও মোঃ সামছুল ইসলাম। জানা যায়, ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় আপদকালীন প্রধান শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধে কর্মরত শিক্ষক শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন দূর্নীতি, অনিয়মের অভিযোগ সুরাহ না হওয়ায় শিক্ষকগণ ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিলে নবাগত ইউএনও শিক্ষার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে এই বৈঠক করেন। বৈঠক শেষে ইউএনও প্রতিটি কক্ষে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন । এ সময় ইউ্এনও মোঃ সামছুল ইসলাম মেহেদী স্কুলের সমস্যা ও দায়িত্ব সম্পর্কে বিশদভাবে আলোচনা, সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা, স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষকের দায়িত্ব ও নেতৃত্ব মানার প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা করেন। স্কুলের সমস্যা গুলো নিয়ে আগামী ম্যানেজিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন। এবং ক্লাস বর্জনকারী শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার পরামর্শ দেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার এসময় উপস্থিত ছিলেন।#########
Leave a Reply