নুর হাকিম আনোয়ার,টেকনাফ /
টেকনাফ শাহপরীর দ্বীপের আদম পাচারের মূল হোতা পোয়া মাঝি অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের তালিকা ভূক্ত আদম পাচারের গডফাদার অন্যতম হোতা সে শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার আবু তাহেরের পুত্র আবুল হাসিম(৫০) প্রকাশ পুয়া মাঝিকে আটক করেছে । ২০ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ দিদারুল ফেরদাউসের নেতৃত্বে শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকা থেকে তাকে আটক করে।টেকনাফ থানা অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ জানান, তার বিরুদ্ধে সাগর পথে মালয়েশিয়া মানব পাচারের অপরাধে পুলিশ, কোষ্টগার্ড ও বিজিবি কর্তৃক দায়েরকৃত বেশ কয়েকটি মামলা রয়েছে।
Leave a Reply