শাহীনশাহ, টেকনাফ …
দিন বদলের দৈনিক রূপসীগ্রামে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশিত হওয়ায় টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী শহীদ মুক্তিযোদ্ধা আমির হামজা সড়ক দখলমুক্ত হয়েছে। সড়কটি দখলমুক্ত হওয়ায় রূপসীগ্রামের নিজস্ব সংবাদদাতা শাহীনশাহকেকে মুঠোফোন ও স্বশরীরে এসে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন একজন শহীদ মুক্তিযোদ্ধার প্রতি যথাযথ সম্মান দেখিয়ে রূপসীগ্রাম জনপ্রিয়তার আর একধাপ এগিয়ে গেল।গত ১৬ ডিসেম্বর ৩/৪ জন দুর্বৃত্ত সড়কের মধ্যে গাছ-বাশেঁর ব্যারিকেড দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ এলাকাবাসীর পথচলা রোধ করে দেয়।১৮ডিসেম্বর দিন বদলের দৈনিক রূপসীগ্রাম পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে দুর্বৃত্তরা ব্যারিকেড তুলে দেয়।এতে অবাধ জন যাতায়াতের প্রতিবন্ধকতা দূর হয়।তবে সড়কের যে দৈন্যদশা বিদ্যামান তা সংস্কার করা অতি জরুরী বলে মনে করেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজির হোসেন চৌধুরী। প্রসঙ্গত ২ যুগের অধিক শহীদ মুক্তিযোদ্ধা আমির হামজা সড়ক দিয়ে প্রায় ১হাজা র জনসংখ্যার। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে সড়কটি ইট বালি দিয়ে সংস্কার করলেও ইটগুলো দিনদিন গায়েব হয়ে যাচ্ছে। তাছাড়া উল্লেখ যোগ্য বিষয় হচ্ছে সড়কটি দিয়ে শত শত ছাত্র ছাত্রী কেরুনতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে। এ গুরুত্বপূর্ণ সড়কটি দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল কিছু দুর্বৃত্তরা। সড়কটি টেকসই সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর জোর দাবী অব্যাহত রেখেছেন।####