নুর হাকিম আনোয়ার,টেকনাফ:-মালয়েশিয়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সদস্য মোহাম্মদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গাকে টেকনাফ থেকে আটক করে পুলিশে সোর্পদ করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭) এর সদস্যরা।অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই নাম্বারের সূত্র ধরে টেকনাফ বাস স্টেশন সংলগ্ন রবি সেবা কেন্দ্র থেকে সোমবার রাত ১১টায় মোহাম্মদ হোসেনকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।আটক মোহাম্মদ হোসেন টেকনাফের নোয়াপাড়া শরনার্থী ক্যাম্পের মৃত গুরা মিয়ার ছেলে।র্যাব-৭ এর এএসপি মো. সাজেদুর রহমান টেকনাফ নিউজ ডটকমকে বলেন- জানান, গত ১ জুলাই চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কালিগঞ্জ এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. টিটন মিয়াকে (২৬) গত ২২ জুন মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে একদল সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়।পরে টেলিফোনে তার ভাই মো. সুমন মিয়ার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।অপহরণকারীদের দাবি অনুযায়ী তাৎক্ষণিকভাবে একলাখ টাকা দেওয়া হয়। পরবর্তীতে বাকী টাকা বাংলাদেশের একটি বিকাশ (০১৮২৮২০০২০০) নাম্বারে পাঠাতে বলা হয়।পরবর্তীতে র্যাবের দল কৌশলে আটক মোহাম্মদ হোসেনকে দিয়ে দাবিকৃত টাকা পাওয়া গেছে বলে অপহরণকারীদের ফোনে জানালে মালয়েশিয়ায় অপহৃত মো. টিটন মিয়াকে মুক্তি দেওয়া হয়।